গীতিকার: লালন ফকির
শিরোনাম: আর কি বসবো এমন সাধুর সাধবাজারে
আর কি বসবো এমন সাধুর সাধবাজারে ।
না জানি কোন সময় কোন দশা ঘটে আমারে ।।
সাধুর বাজার কি আনন্দময় অমাবস্যায় পূর্ণচন্দ্রোদয় ।
আছে ভক্তির নয়ন যার সে চাঁদদৃষ্টি তার ভববন্ধন জ্বালা তার যায়গো দূরে ।।
দেবের দুর্লভ পদ সে সাধু নামটি তার শাস্ত্রে ভাসে ।
গঙ্গা মা জননী পতিতাপাবনী সেও তো সাধুর চরণ বাঞ্ছা করে ।।
দাসের দাস তার দাসযোগ্য নই কোন ভাগ্যে এলাম সাধু সাধসভায় ।
ফকীর লালন কয় মোর ভক্তিহীন অন্তর এবার বুঝি পলাম কদাচারে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৪৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৪৪