গীতিকার: লালন ফকির
শিরোনাম: আর কি হবে এমন জনম বসবো সাধু মিলে
আর কি হবে এমন জনম বসবো সাধু মিলে ।
হেলায় হেলায় দিন বয়ে যায় ঘিরে নিলো কালে ।।
কত কত লক্ষযোনি ভ্রমণ করেছো শুনি ।
মানবকূলে মনরে তুমি এসে কি করিলে ।।
মানবকূলেতে আশায় কত দেব দেবতা বাঞ্ছিত হয় ।
হেন জনম দ্বীন দয়াময় দিয়েছে কোন ফলে ।।
ভুলো নারে মন রসনা সমঝে করো বেচাকেনা ।
লালন বলে কূল পাবেনা এবার ঠকে গেলে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৪৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৪৫