গীতিকার: লালন ফকির
শিরোনাম: আর কি পাশা খেলবোরে আমার জুড়ি কে আছে
আর কি পাশা খেলবোরে আমার জুড়ি কে আছে ।
খেলার পাশা যাওয়া আসা আমার খেলার দিন গিয়েছে ।।
অষ্টগুটি রইলো কাঁচা কি দিয়ে আর খেলবো পাশা ।
আমি ভবকূপে পাই যে সাজা সাজা আখেরে হতেছে ।।
পরের সঙ্গে জন্মাবধি পাশাখেলায় রইলাম বন্দি ।
আমি ভবকূপে দিবারাত্রি কতই ঢেউ মোর উঠতেছে ।।
সিরাজ সাঁই কয় ভাঙরে খেলা অবহেলায় গেলো বেলা ।
লালন হলি কামে ভোলা পাশা ফেলে যাও দেশে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৪৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা