গীতিকার: লালন ফকির
শিরোনাম: আর কতকাল আমায় কাঁদাবি ও রাই কিশোরী
আর কতকাল আমায় কাঁদাবি ও রাই কিশোরী ।
আমি তো তোমার চরণের অনুগত ভিখারী ।।
ও রাই তোমার জন্য গোলক ছেড়েছি
সকল ছাড়িয়ে মানবদেহ ধরেছি আর কি বাকী আছেরে
এ ভাব করিয়ে স্মরণ তুমি দাওহে চরণ আপাততঃ প্রাণ শীতল করি ।।
বনে বনে ধেনু চরায় কে বা রাই
তোমার চন্দ্রবদন হেরিবো মনে অন্য আশা নাই ঐরুপ জাগে যখন অন্তরে
তখন উদাস মনে ঘুরি বনে বনে আবার মুগ্ধমনে বাজাই বাঁশরী ।।
তোমার পদে সব সপেছি কী আর বাকী রেখেছি
নিজহাতে দাসখত লিখ দিয়েছি তাইতে বলি তোমারে
লালন ভনে ললিতা বিশাখা বিহনে তুই তারে পায় ধরালি প্যারী ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৫৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা