গীতিকার: লালন ফকির
শিরোনাম: আশা পূর্ণ হলোনা আমার মনের বাসনা
আশা পূর্ণ হলোনা আমার মনের বাসনা ।
সাধন ভজন করবো আমি বাদী ছয়জনা ।।
দাসী হবো যুগল পদে সাধ মিটাবো ঐ পদ সেধে ।
বিধি বৈমুখ হলো তাতে দিলো সংসার যাতনা ।।
বিধাতা সংসারের রাজা আমায় করে রাখলে প্রজা ।
কর না দিলে দেয় গো সাজা কারো দোহাই মানে না ।।
পড়ে গেলাম বিধির বামে ভুল হলো মোর মূল সাধনে ।
লালন বলে এই নিদানে মুর্শিদ ফেলে যেয়োনা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৬৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা