গীতিকার: লালন ফকির
শিরোনাম: আছে আল্লা আলে রসুল কলে তলের উল হলোনা
আছে আল্লা আলে রসুল কলে তলের উল হলোনা ।
অজান এক মানুষের করণ তলে করে আনাগোনা ।।
আল্লাহ আহলাদিনীরে দুইরুপে নৃত্য করে ।
দুইরুপ মাঝার রুপ মনোহর সে রুপ কেউ বলেনা ।।
নারী পুরুষ নপুংসকরে তাহার তুলনা হয় তাহারে ।
সে রুপ অন্বেষণ জানে সেইজন শক্তি উপাসনা ।।
শক্তিহারা ভাবুক যে কপট ভাবের উদাসী সে ।
লালন বলে তার জ্ঞানচক্ষু আঁধার রাগের পথ চেনেনা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৪১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা