গীতিকার: লালন ফকির
শিরোনাম: আছে যার মনের মানুষ মনে তোলা সে কি জপে মালা
আছে যার মনের মানুষ মনে তোলা সে কি জপে মালা ।
অতি নির্জনে সে বসে বসে দেখছে খেলা ।।
কাছে রয় ডাকে তারে কোন পাগলা উচ্চস্বরে ।
যা যা বোঝে সেই তা বোঝে থাকরে ভোলা ।।
যেথা যার ব্যাথা নেহাত সেইখানে হাত ডলামলা ।
তেমনই জেনো মনের মানুষ মনে তোলা ।।
যেজন দেখে সে রুপ করিয়ে চুপ থাক নিরালা ।
লালন ভেড়োর লোক জানানো মুখে হরি হরি বলা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৩৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৯১