গীতিকার: লালন ফকির
শিরোনাম: আছে মায়ের ওতে জগত পিতা ভেবে দেখোনা
আছে মায়ের ওতে জগত পিতা ভেবে দেখোনা ।
হেলা করোনা বেলা মেরোনা ।।
কোরাণে সাঁই ইশারা দেয় আলিফ যেমন লামে লুকায় ।
আকার সাকার চাপা রয় সে ভেদ মুরশিদ ধরলে যায় জানা ।।
নিস্কাম নির্বিকার হয়ে দাড়াও মায়ের স্মরণ লয়ে ।
বর্তমানে দেখো চেয়ে আছে স্বরুপে রুপ নিশানা ।।
কেমন পিতা কেমন মা সে চিরদিন সাগরে ভাসে ।
ফকীর লালন বলে করো দিশে আছে ঘরের মধ্যে ঘরখানা ।।

তথ্য