গীতিকার: লালন ফকির
শিরোনাম: আছে ভাবের গোলা আসমানে তার মহাজন কোথা
আছে ভাবের গোলা আসমানে তার মহাজন কোথা ।
কে জানে কারে শুধাই সেই কথা ।।
জমিনেতে মেওয়া ফলে আসমানে বরিষণ হলে ।
কমেনা আর কোনোকালে শুধাই কোথা ।।
রবি শশী সৃষ্টির কারণ সেই গোলা করে ধারন ।
আছেরে দুইজন যে যথা ।।
ধন্য ধনীর ধন্য কারবার দেখলামনা তার বাড়িঘর ।
লালন বলে জন্ম আমার গেলো বৃথা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৩৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৯২