গীতিকার: লালন ফকির
শিরোনাম: আছে ভাবের তালা যে ঘরে
আছে ভাবের তালা যে ঘরে ।
সেই ঘরে সাঁই বাস করে ।।
ভাব দিয়ে খোলো ভাবের তালা দেখবি সেই অটরে খেলা ।
ঘুচে যাবে মনের ঘোলা থাকলে সে রুপ নিহারে ।।
ভাবের ঘরে কী মুরতি ভাবের লণ্ঠন ভাবের বাতি ।
ভাবের বিভাব হলে একরতি অমনি সে রুপ যায় সরে ।।
ভাব নইলে ভক্তিতে কী হয় ভেবে বুঝে দেখো মনুরায় ।
যার যে ভাব সে তাই জানিতে পায় লালন কয় বিনয় করে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৬২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৮৯