গীতিকার: লালন ফকির
শিরোনাম: আশেক উন্মত্ত যারা
আশেক উন্মত্ত যারা ।
তাদের মনের বিয়োগ জানে তারা ।।
কোথায় বা শরার টাটি আশেকে বেভুল সেটি ।
মাশুকের চরণ দুটি নয়নে আছে নিহারা ।।
মাশুক রুপ হৃদয়ে রেখে থাকে সে পরম সুখে ।
শত শত স্বর্গ থেকে মাশুকের চরণের ধারা ।।
না মানে সে ধর্মাধর্ম না করে সে কর্মাকর্ম ।
যার হয়েছে বিকার সাম্য লালন কয় তার করণ সারা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৪৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৫৪