গীতিকার: লালন ফকির
শিরোনাম: আঠারো মোকামের খবর জেনে লও হিসাব করে
আঠারো মোকামের খবর জেনে লও হিসাব করে ।
আউয়াল মোকাম রাগের তালা পাক পাঞ্জাতন সেই ঘরে ।।
হীরা নয় কষ্টিকান্তি সেখানে মনোহরা শান্তি
ঘুচলোনা তোর মনের ভ্রান্তি বেড়াচ্ছো ঘুরে ।।
সে মোকামের মালিক যারা চার মোকামে বয় চারধারা
খাড়া আছে ফেরেশতারা খুজে দেখো অন্তঃপুরে ।।
তার ওপরে আরো আছে মা জানোনা মন তার মহিমা ।
যেজন তার পায় গো সীমা সাধনের জোরে ।।
সেই মোকামে যে হয় চালকা শিরে ছের ছিলকা ।
গলেতে তসবি খেলকা অনায়াসে যায় তরে ।।
আরশ কুরসি লওহ কলম তার উপরে আল্লার আসন ।
তার উপরে ঘুরছে কলম কবুলতি ধরে ।।
তার উপরে আলক ধনী খবর হচ্ছে দিনরজনী ।
নূরনবীর মোকাম সদর সিরাজ সাঁই কয় লালনেরে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৪৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১০৩