গীতিকার: লালন ফকির
শিরোনাম: আত্মতত্ব না জানিলে
আত্মতত্ব না জানিলে ।
ভজন হবেনা পড়বি গোলে ।।
আগে জানগা কালুল্লা আইনাল হক সে বলে আল্লা যারে মানুষ বলে ।
পড়ে ভূত এবার হোসনে মন আমার একবার দেখনা প্রেমনয়ন খুলে ।।
আপনি সাঁই ফকীর আপনি ফিকির ও সে লীলার ছলে ।
আপনার আপনি ভুলে সে রব্বানী আপনি ভাসে আপন প্রেমজলে ।।
লা ইলাহা তন ইল্লাল্লাহ জীবন আছে প্রেমযুগল ।
লালন ফকীর কয় যাবি মন কোথায় আপনার আপনি ভুলে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৬২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা