গীতিকার: লালন ফকির
শিরোনাম: আত্মতত্ব সাধন করে জ্ঞানীজনা বসে রয়
আত্মতত্ব সাধন করে জ্ঞানীজনা বসে রয় ।
আগেরে মন সেই সাধন সেরে আয় ।।
ভাবের আসন করে শ্রীপাটে শুভযোগে লাগেরে জাহাজ রুপচাঁদের ঘাটে ।
তারের খবর এশকে পলে সহজ হলে হয় উদয় ।।
করে এ কী রসের কল শুভযোগে ডেকে বলে উজান বাঁকে চল ।
ছলছল কল হলো বিকল সহজে যেতে ধাক্কা খায় ।।
নিহার যদি তীরে ছুটে যেতেরে মন পিছল ঘাটে তরঙ্গ উঠে ।
লালন বলে মোহর এটে ঠিক রাখো রাগের তালায় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৩৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা