গীতিকার: লালন ফকির
শিরোনাম: আয় চলে আয় দিন বয়ে যায় যাবি যদি নিত্যভুবনে
আয় চলে আয় দিন বয়ে যায় যাবি যদি নিত্যভুবনে ।
সংসার অসার কেন ভুলে আছো মায়ার বন্ধনে ।।
বুঝে দেখো ভাই সকলই অনিত্য নবী নামে স্বয়ং সনাতন সত্য ।
সেই নামে অধমে ভাবে শান্তি পাই এই জীবনে ।।
বিকট শমন সতত নিকটে পদে পদে তোমায় ঘিরে হে সংকটে ।
বিপদে আপদে পাপী নিরাপদ হয় কোন স্মরণে ।।
ধরো ধরো ভাই নবী প্রাণকান্ত নিরাপদ হবে জীবনান্ত ।
নাই ভয় শমন সেথায় লালন হবি নিত্যসুখে সুখি যেখানে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১২২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা