গীতিকার: লালন ফকির
শিরোনাম: আয় দেখে যা নতুন ভাব এনেছেন গোরা
আয় দেখে যা নতুন ভাব এনেছেন গোরা ।
মুড়িয়ে মাথা গলে কাঁথা কটিতে কৌপিন পরা ।।
গোরা হাসে কাঁদে ভাবের অন্ত নাই সদাই দীন দরদী বলে ছাড়ে হাই ।
জিজ্ঞেসিলে কয়না কথা হয়েছে কী ধনহারা ।।
গোরা শাল ছেড়ে কৌপিন পরেছে আপনি মেতে জগত মাতিয়েছে ।
হায় কি লীলে কলিকালে বেদবিধে চমৎকারা ।।
সত্য ত্রেতা দ্বাপর কলি হয় গোরা তার মাঝে এক দিব্যযুগ দেখায় ।
লালন বলে ভাবুক হলে সেই ভাব জানে তারা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২১০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৩৮