গীতিকার: লালন ফকির
শিরোনাম: আয় কে যাবি ওপারে
আয় কে যাবি ওপারে ।
দয়াল চাঁদ মোর দিচ্ছে খেওয়া অপার সাগরে ।।
পার করে জগতবেড়ি লয়না সে পারের কড়ি ।
সেরে সুরে মনের দেড়ি ভাব দে নারে ।।
যে দেবে ঐ নামের দোহাই তারে দয়া করবেন গোঁসাই ।
এমন দয়াল আর কেহই নাই এ ভব মাঝারে ।।
দিয়ে ঐ চরণে ভার কত পাপী হলো পার ।
সিরাজ সাঁই কয় লালন তোমার মনের বিকার যায় নারে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৬৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৩৬