গীতিকার: লালন ফকির
শিরোনাম: আয়ু হারালি আমাবতী না মেনে
আয়ু হারালি আমাবতী না মেনে ।
তোর হয়না সবুর একদিনে ।।
একেতে আমাবতীর বার মাটি রসে সরোবর ।
সাধু গুরু বৈষ্ণব তিনে উদয় হয় রসের সনে ।।
তুই তো মদনা চাষা ভাই ও তোর জ্ঞান কিছুই নাই ।
আমাবতীর প্রতি পদে হাল বয়ে কাল হও কেনে ।।
যেজনা রসিক চাষী হয় জমি কষে হাল বয় ।
লালন ফকীর পায়না ফিকির হাপুর হুপুর ভূই বোনে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৬৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা