গীতিকার: লালন ফকির
শিরোনাম: বাপ বেটা করে ঘটা এক ঘাটেতে নাও ডুবালে
বাপ বেটা করে ঘটা এক ঘাটেতে নাও ডুবালে ।
হেট নয়নে দেখনা চেয়ে কি করিতে কি করিলে ॥
তারণ মরণ যে পথে ভুল হলো তাই জানিতে ।
ভুলে রইলি ঐ ভুলেতে ঘুরতে হবে বেড়ি গলে ॥
যে জলে লবন জন্মায় সেই জলেতে লবন গলে যায় ।
আমার মন তেমনই প্রায় শক্তি উপাসনা ভুলে ॥
শক্তি উপাসক যারা সে মানুষ চেনে তারা ।
লালন ফকীর পাগলপারা শিমুল ফুলের রঙ দেখিলে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩০৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা