গীতিকার: লালন ফকির
শিরোনাম: বারিযোগে বারিতলা খেলছে খেলা মনকমলে
বারিযোগে বারিতলা খেলছে খেলা মনকমলে ।
মনের খবর মন জানেনা এ বড় আজব কারখানা
মত্তমদে জ্ঞান থাকেনা হাত বাড়াই চাঁদ ধরবো বলে ॥
সর্বশাস্ত্রে আছে ঠেকা মন নিয়ে সব লেখাজোখা
কোথায় মনের ঘর দরজা কোথায় সে মনের রাজা
বয়ে বেড়াই পুঁথির বোঝা আপনারে আপনি ভুলে ॥
মনকমলে বাড়ে শশী জোয়ারভাটা দিবানিশি
অমাবস্যায় পূর্ণমাসী সুধা বর্ষে রাশি রাশি
মনের উপর সব কারসাজি মন জানেনা সেই রুপলীলে ॥
বারি ভিয়ান যে করেছে গুরুকৃপা তার হয়েছে
বহিছে কারণ্যবারি তাহে রে অটল বিহারী
লালন বলে মরি মরি মনেরে বুঝাই কোন ছলে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৯৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৯৭