গীতিকার: লালন ফকির
শিরোনাম: আমি একদিন না দেখিলাম তারে
বাড়ির কাছে আরশি নগর
সেথা একঘর পড়শী বসত করে ।।
আমি একদিন না দেখিলাম তারে ।।
গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী, পাড়ে ।
মনে বাঞ্ছা করি দেখবো তারে
কেমনে সেথা যাই রে ।।
কি কবো পড়শীর কথা
তার হস্ত পদ স্কন্ধ মাথা, নাইরে ।
ও সে, ক্ষণেক থাকে শূণ্যের উপর
ক্ষণেক ভাসে নীরে ।।
পড়শী যদি আমায় ছুতো
যম যাতনা সকল যেতো, দূরে ।
সে আর লালন একখানে রয়
লক্ষ যোজন ফাঁকরে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৯৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৯৮