গীতিকার: লালন ফকির
শিরোনাম: বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে
বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে ।
গুরুগত প্রেমের প্রেমিক না হলে সে ধন পায়না রে ॥
একই ইশকুলে পড়ে দশজনে সে বাসনা গুরুমনে ।
সব করে সমান সমানে কেউ পরে এসে আগে গেলো পরীক্ষা পাশ করে ॥
বাংলা পুঁথি কতজন পড়ে আরবি ফারসি নাগরী বুলি কে বুঝিতে পারে ।
শিখবি যদি নাগরী বুলি আগে বাংলাশিক্ষা লওগা করে ॥
বিশ্বম্ভর বিষপান করে তাড়কায় বিছা হজম করে কাকে কি তাই পারে ।
ফকীর লালন বলে রসিক হলে বিষ খেয়ে বিষ হজম করে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩০৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫০০