গীতিকার: লালন ফকির
শিরোনাম: বেদে কি তার মর্ম জানে
বেদে কি তার মর্ম জানে ।
যেরুপ সাঁইয়ের লীলাখেলা এই দেহ ভুবনে ॥
পঞ্চতত্ব বেদের বিচার পণ্ডিতেরা করে প্রচার ।
মানুষতত্ব ভজনের সার বেদ ছাড়া বৈরাগ্যের সনে ॥
গোলে হরি বললে কী হয় নিগূঢ়তত্ব নিরালা পায় ।
নীরে ক্ষীরে যুগলে রয় সাঁইয়েল বারামখানা সেইখানে ॥
পড়িলে কী পায় পদার্থ আত্মতত্ব যার ভ্রান্ত ।
লালন বলে সাধু মোহান্ত সিদ্ধ হয় আপনারে চিনে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩০৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫০৭