গীতিকার: লালন ফকির
শিরোনাম: বিদেশীর সঙ্গে কেউ প্রেম করোনা
বিদেশীর সঙ্গে কেউ প্রেম করোনা ।
ভাব জেনে প্রেম করলে পরে ঘুচবে মনের বেদনা ॥
ভাব দিলে বিদেশীর ভাবে ভাবের ভাব কভু না মিলবে ।
পথের মাঝে গোল বাঁধিবে কারো সাথে কেউ যাবেনা ॥
স্বদেশের দেশী যদি সে হয় মনে করে তারে পাওয়া যায় ।
বিদেশী ঐ জংলা টিয়ে কখনো পোষ মানেনা ॥
নলিনী আর সূর্যের প্রেম যেমন সেই প্রেমভাব লও রসিক সুজন ।
লালন বলে আগে ঠকলে কেঁদে শেষে সারবে না ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩০৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫০৬