গীতিকার: লালন ফকির
শিরোনাম: বিনা মেঘে বর্ষে বারি সুরসিক হলে মর্ম জানে তারই
বিনা মেঘে বর্ষে বারি সুরসিক হলে মর্ম জানে তারই ।
তার নাইরে সকাল বিকাল নাই কালাকাল অবধারী ॥
মেঘ মেঘিতে সৃষ্টিরে কারবার তারা সবে ইন্দ্রিয় রাজার আজ্ঞাকারী ।
যেজন সুধাসিন্ধু পাশে ইন্দ্রিয়রাজার নয় সে অধিকারী ॥
নিরসে সুরস ঝরে সবাই কি তা জানতে পারে সাঁইয়ের কারিগরী ।
যার একবিন্দু পরশে এ জীব অনাসে হয় অমরই ॥
বারিতে হয় ব্রহ্মাণ্ডের জীবন বারি হতে পাপ বিমোচন হয় সবারই ।
সিরাজ সাঁই কয় লালন চিনে সেই মহাজন থাকো নিহারী ॥

তথ্য