গীতিকার: লালন ফকির
শিরোনাম: বিনা পাকালে গড়িয়ে কাচি করছো নাচানাচি
বিনা পাকালে গড়িয়ে কাচি করছো নাচানাচি ।
ভেবেছো কামার বেটারে ফাঁকিতে ফেলেছি ॥
জানা যাবে এবার নাচন কাচিতে কাটবেনা যখন কারে করবি দোষী ।
বোচা অস্ত্র টেনে কেবল মরছো মিছেমিছি ॥
পাগলের গোবধ আনন্দ মন তোমার আজ সেহি ছন্দ দেখে ধন্দ আছি ।
নিজ ভালো পাগলেও বোঝে তাও নাই তোমার বুঝি ॥
কেনরে মন এমন হলি যথায় জন্ম তথায় মলি
আপন পাকে আপনি পলি হয়ে মহাখুশী ।
সিরাজ সাঁই কয় লালন রে তোর জ্ঞান হলো নৈরাশী ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩০৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫০১