গীতিকার: লালন ফকির
শিরোনাম: বিষামৃত আছেরে মাখাজোখা
বিষামৃত আছেরে মাখাজোখা ।
কেউ জানেনা কেউ শোনেনা যায়না জীবের দেলের ধোকা ॥
হিংসা নিন্দা তমঃ গেলে আলো হয় তার হৃৎকমলে ।
অধমে উত্তম লীলে গুরু যারে হয়রে সখা ॥
মায়ের স্তনে শিশু ছেলে দুগ্ধ খায় তার দুগ্ধ মেলে ।
সেই ধারাতে জোক লাগিলে রক্তনদী যায় দেখা ॥
গাভীর ভাণ্ডে গোরোচনা গাভী তার মর্ম জানেনা ।
সিরাজ সাঁই কয় লালন কানা তেমনই একটা বোকা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৯৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫০৫