গীতিকার: লালন ফকির
শিরোনাম: বিষম রাগের করণ করা
বিষম রাগের করণ করা ।
চন্দ্রকান্ত যোগ মাসান্ত জানে কেবল রসিক যারা ॥
ফনীর মুখে রসিক ভেয়ে আছে সদাই নির্ভয় হয়ে ।
হুতাশন শীতল করিয়ে অনলেতে দিয়ে পারা ॥
যোগামায় রুপ যোগের স্থিতি দ্বিদলে হয় তার বসতি ।
জানে যদি কোনো ব্যাক্তি হও তবে জ্যান্তে মরা ॥
সিরাজ সাঁই দরবেশে বলে লালন ডুবে থাকগা সিন্ধুজলে ।
তাতে অঙ্গ শীতল হলে হবি চন্দ্রভেদী রসিক তোরা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৯৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫০৩