গীতিকার: লালন ফকির
শিরোনাম: বিষয় বিষে চঞ্চলা মন দিবারজনী
বিষয় বিষে চঞ্চলা মন দিবারজনী ।
মনকে বুঝালে বুঝ মানেনা ধর্মকাহিনী ॥
বিষয় ছাড়িয়ে কবে মন আমার শান্ত হবে ।
আমি কবে সে চরণ লইবো শরণ শীতল হবে তাপিত পরাণি ॥
কোনদিন শ্মশানবাসী হবো কী ধন সঙ্গে লয়ে যাবো ।
কী করি কী কই ভূতের বোঝা বই একদিনও ভাবলামনা গুরুর বাণী ॥
অনিত্য দেহেতে বাসা তাইতে এত আসার আশা ।
অধীন লালন বলে দেহ নিত্য হলে আর কত কী করতাম না জানি ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩০৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫০৪