গীতিকার: লালন ফকির
শিরোনাম: বোঝালে বোঝেনা মনুরায়
বোঝালে বোঝেনা মনুরায় ।
আইন মতো নিরিখ দিতে বেজার হয় ॥
যা বলে ভবে আসা হলোনা তার রতিমাসা ।
কুসঙ্গে তোর ওঠাবসা তাইতে মনের মূল হারায় ॥
নিস্কামী নির্বিকার হয়ে যে থাকবে সেই চরণ চেয়ে ।
শ্রীরুপ এসে তারে লয়ে যাবে রুপের দরজায় ॥
না হলে শ্রীরুপের গত না জানলে রসরতির তত্ব ।
লালন বলে আইনমতো তবে নিরিখ কীসে হয় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩০৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫০৮