গীতিকার: লালন ফকির
শিরোনাম: বলগো সজনী আমায় কেমন সেই গৌর গুণমণি
বলগো সজনী আমায় কেমন সেই গৌর গুণমণি ।
জগতজনার মন মজায়ে করে পাগলিনী ॥
একবার যদি দেখতাম তারে রাখতাম সে রুপ হৃদয়পুরে ।
রোগশোক সব যেতো দূরে শীতল হতো তাপিত প্রাণী ॥
মনমোহিনীর মনোহরা দেখলি কোথায় সেই যে গোরা ।
আমায় লয়ে চলগো তোরা দেখে শীতল হই গো ধনী ॥
নদেবাসীর ভাগ্য ভালো গৌর হেরে মুক্তি পেলো ।
অবোধ লালন ফাঁকে পলো না পেয়ে সে চরণখানি ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২১৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৮৪