গীতিকার: লালন ফকির
শিরোনাম: বল কারে খুজিস ক্ষ্যাপা দেশ বিদেশে
বল কারে খুজিস ক্ষ্যাপা দেশ বিদেশে ।
আপন ঘর খুজলি রতন পায় অনাসে ॥
দৌড়াদৌড়ি দিল্লি লাহোড় আপনার কোলে রয় ঘোর ।
নিরুপণ আলেক সাঁই মোর আত্মা রুপে সে ॥
যে লীলে ব্রহ্মাণ্ডের পর সেই লীলে ভাণ্ড মাঝার ।
ঢাকা যেমন চন্দ্র আকার মেঘের পাশে ॥
আপনাকে আপনি চেনা সেই বটে মূল উপাসনা ।
লালন কয় আলক বেনা হয় তার দিশে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩০২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৮৩