গীতিকার: লালন ফকির
শিরোনাম: বল রে নিমাই বল আমারে
বল রে নিমাই বল আমারে ।
রাধা বলে আজগুবি আজ কাঁদলি কেন ঘুমের ঘোরে ॥
সেই যে রাধার কী মহিমা বেদাদি তে নাইরে সীমা ।
ধ্যানে যারে পায়না ব্রহ্মা ও তুই কীরুপে জানলি তারে ॥
রাধে তোমার কে হয় নিমাই সত্য করে বলো আমায় ।
এমন বালক সময় এ বোল কে শিখালো তোরে ॥
তুমি শিশু ছেলে আমার মা হয়ে ভেদ পাইনে তোমার ।
লালন কয় শচীর কুমার জগত করলো চমৎকারে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২০০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৮৫