গীতিকার: লালন ফকির
শিরোনাম: বলি সব আমার আমার কে আমি তাই চিনলাম না
বলি সব আমার আমার কে আমি তাই চিনলাম না ।
কার কাছে যাই কারে শুধাই সেই উপাসনা ॥
আমারে আমি চিনিনে কীরুপে আছি কোনখানে ।
পরের আজ কোন সন্ধানে যাবে চেনা ॥
ধলা কি কালা বরণ আমি আছি এই ভুবন ।
কোনোদিনে এ নয়নে দেখলাম না ॥
বারো ভাটি বাংলায় আমি আমি রবো সদাই ।
লালন বলে কে জানে আমির বেনা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩০৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা