গীতিকার: লালন ফকির
শিরোনাম: বলি সব আমার আমার কে আমি তাই চিনলাম না
বলি সব আমার আমার কে আমি তাই চিনলাম না ।
কার কাছে যাই কারে শুধাই সেই উপাসনা ॥
আমারে আমি চিনিনে কীরুপে আছি কোনখানে ।
পরের আজ কোন সন্ধানে যাবে চেনা ॥
ধলা কি কালা বরণ আমি আছি এই ভুবন ।
কোনোদিনে এ নয়নে দেখলাম না ॥
বারো ভাটি বাংলায় আমি আমি রবো সদাই ।
লালন বলে কে জানে আমির বেনা ॥

তথ্য