গীতিকার: লালন ফকির
শিরোনাম: বলিরে মানুষ মানুষ এই জগতে
বলিরে মানুষ মানুষ এই জগতে ।
কী বস্তু কেমন আকার পাইনা দেখিতে ॥
যা চারে হয় ঘর গঠন আগমে আছে রচন
ঘরের মাঝে বসে কোনজন হয় তা চিনতে ॥
এই মানুষ না যায় চেনা কী বস্তু কেমনজনা ।
নিরাকারে নিরঞ্জনা যায়না তারে চিনতে ॥
মূলমানুষ এই মানুষে ছাড়াছাড়ি কতটুকু সে ।
সিরাজ সাঁই কয় লালনেরে বোঝো তত্ব অন্তে ॥

তথ্য