গীতিকার: লালন ফকির
শিরোনাম: বলো স্বরুপ কোথায় আমার সাধের প্যারী
বলো স্বরুপ কোথায় আমার সাধের প্যারী ।
যার জন্য হয়েছি রে দণ্ডধারী ॥
রামানন্দ দরশনে পূর্বভাব উদয় মনে ।
যাবো আমি কার বা সনে সেহি পুরী ॥
কোথায় সে নিকুঞ্জবন কোথায় যমুনা এখন ।
কোথায় সে গোপিনীগণ আহা মরি ॥
আর কিরে সেই সঙ্গ পাবো মনের সাধ পুরাইবো ।
পরমানন্দে রবো ঐরুপ হেরি ॥
গৌরচাঁদ ঐ দিন বলে আকুল হলাম তিলে তিলে ।
লালন বলে সেহি লীলে কীযে মাধুরী ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২১৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা