গীতিকার: লালন ফকির
শিরোনাম: বল রে বলাই তোদের ধর্ম কেমন হারে
বল রে বলাই তোদের ধর্ম কেমন হারে ।
তোরা বলিস সব রাখাল ঈশ্বরই গোপাল মানিস কই রে ॥
বনে যত বনফল পাও এটো করে গোপালকে দাও ।
তোদের এ কেমন ধর্ম বল সেই মর্ম আজ আমারে ॥
গোষ্ঠে গোপাল যে দুঃখ পায় কেঁদে কেঁদে বলে আমায় ।
তোরা ঈশ্বর বলিস যার কাঁধে চড়িস তার কোন বিচারে ॥
আমাকে বুঝারে বলাই তোদের তো সেই ভাব দেখি নাই ।
লালন বলে তার ভাব বোঝা ভার এ সংসারে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৯২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৮৬