গীতিকার: লালন ফকির
শিরোনাম: বনে এসে হারালাম কানাই
বনে এসে হারালাম কানাই ।
কী বলবে মা যশোদায় ॥
খেললাম সবে লুকোলুকি আবার হলো দেখাদেখি ।
কানাই গেলো কোন মুল্লুকি খুজে নাহি পাই ॥
শ্রীদাম বলে নেবো খুজে লুকাবে কোন বন মাঝে ।
বলাই দাদা বোল বুঝে সে দেখা দেনা ভাই ॥
সুবল বলে পলো মনে বলেছিলো একই দিনে ।
যাবে গুপ্ত বৃন্দাবনে গেলো বুঝি তাই ॥
খুজে খুজে হলাম সারা কোথায় গেলি মনচোরা ।
আর বুঝি দিবিনা ধরা লালন বলে একী হলো হায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৯১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৯৬