গীতিকার: লালন ফকির
শিরোনাম: বড় নিগমেতে আছেন গোসাঁই
বড় নিগমেতে আছেন গোসাঁই ।
যেখানে আছে মানুষ চন্দ্র সূর্যের বারাম নাই ॥
চন্দ্রসূর্য যে গড়েছে ডিম্বরুপে সেই ভেসেছে ।
একদিনের হিল্লোলে এসে নিরঞ্জনের জন্ম হয় ॥
হাওয়া দ্বারী দেলকুঠুরী মানুষ আছে স্বর্ণপুরী ।
শূণ্যাকারে শূণ্যপুরী মানুষ রয় মানুষের ঠাই ॥
আত্মতত্ব পরমতত্ব বৃন্দাবনে নিগূঢ় অর্থ ।
লালন বলে নিগূঢ় পদার্থ সেই ধামেতে মানুষ নাই ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৯৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৯৩