গীতিকার: লালন ফকির
শিরোনাম: বড় অকৈতব কথা ওরে ছিদাম সখা
বড় অকৈতব কথা ওরে ছিদাম সখা ।
ষড়ৈশ্বর্য ত্যাজ্য করে ধূলায় অঙ্গমাখা ॥
ব্রজপুরে নন্দের ঘরে ছিলামরে ভাই কারাগারে ।
তাইতে আমি এলাম ছেড়ে নদীয়ায় এসে দেখা ॥
অগুরু চন্দন এখন সব দিয়েছি রাধার কারণ ।
এই অঙ্গে সেই অঙ্গের জীবন আছে চন্দ্রমাখা ॥
রাধা প্রেমের ঋণের কাঙাল বৃন্দাবন ত্যাগ করে নন্দলাল ।
মনের দুঃখে বলছে লালন আমার কেবল রফা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৭২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৯২