গীতিকার: লালন ফকির
শিরোনাম: বসতবাড়ির ঝগড়া কেজে আমার তো কই মিটলো না
বসতবাড়ির ঝগড়া কেজে আমার তো কই মিটলো না
কার গোয়ালে কে দেয় ধূমা সব দেখি তানা নানা ॥
ঘরের চোরে ঘর মারে যার বসতের সুখ হয় কীসে তার ।
ভূতের কীর্তি যেমন প্রকার তেমনই তার বসতখানা ॥
দেখে শুনে আত্মকলহ বাড়ির কর্তাব্যাক্তি হত হলো ।
সাক্ষাতে ধন চুরি গেলো এ লজ্জা তো যাবেনা ॥
সর্বদা হাকীমের তরে আর্জি করি বারে বারে ।
লালন বলে আমার পানে একবার ফিরে চাইলেনা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৯৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৯১