গীতিকার: লালন ফকির
শিরোনাম: ব্রজের সে প্রেমের মরম সবাই কি জানে
ব্রজের সে প্রেমের মরম সবাই কি জানে ।
শ্যামাঙ্গ গৌরাঙ্গ হলো যে প্রেম সাধনে ॥
বিশেষ আর সামান্য রতি উজান চলে মৃণালগতি ।
বিশেষে সেদে রতি হয়গো সামান্যে ॥
প্রেমসই কমলিনী রাই কমলাকান্তে কামরুপ সদাই ।
সাধে প্রেম এই দুজনায় প্রণয় কেমনে ॥
সামান্যে কি হয় রাইরতি দান শ্যামরতির কি হয় বিধান ।
ফকীর লালন বলে তার কি সন্ধান হয় গুরু বিনে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২১৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫১০