গীতিকার: লালন ফকির
শিরোনাম: ব্রজলীলে একী লীলে
ব্রজলীলে একী লীলে ।
কৃষ্ণ গোপীকারে জানাইলে ॥
পারে নিজশক্তিতে গঠলেন নারায়ণ আবার গুরু বলে ভজলে তার চরণ
একী ব্যাবহার শুনতে চমৎকার জীবের বোঝা ভার ভূমণ্ডলে ॥
লীলা দেখে কম্পিত ব্রজধাম নারীর মান ঘুচাতে যোগী হলেন শ্যাম ।
দুর্জয় মানের দায় বাঁকা শ্যামরায় নারীর পাদপদ্ম মাথায় নিলে ॥
ত্রিজগতের চিন্তা শ্রীহরি আজ কি নারীর চিন্তায় হলেন গো হরি ।
অসম্ভব বচন ভেবে কয় লালন রাধার দাসখতে শ্যাম বিকাইলে ॥

তথ্য