গীতিকার: লালন ফকির
শিরোনাম: বুঝবিরে গৌর প্রেমের কালে আমার মতো প্রাণ কাঁদিলে
বুঝবিরে গৌর প্রেমের কালে আমার মতো প্রাণ কাঁদিলে ।
দেখা দিয়ে গৌর ভাবের শহর আড়ালে লুকালে ॥
যেদিনে গৌর হেরেছি আমাতে কি আমি আছি ।
কী যেন কী হয়ে গেছি প্রাণ কাঁদে গৌর বলে ॥
তোরা থাক জাতকূল লয়ে আমি যাই চাঁদ গৌর বলে ।
আমার দুঃখ না বুঝিলে দেখ কে মরণে না মারিলে ॥
চাঁদমুখেতে মধুর হাসি আমি ঐরুপ ভালোবাসি ।
লোকে করে দ্বেষাদ্বেষী গৌর বলে যাই চলে ॥
একা গৌর নয় গৌরাঙ্গ নয়ন বাঁকা শ্যাম ত্রিভঙ্গ ।
এমনই তার অঙ্গসঙ্গ লালন কয় জগত মাতালে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২১৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৯৫