গীতিকার: লালন ফকির
শিরোনাম: চাঁদ আছে চাঁদে ঘেরা
চাঁদ আছে চাঁদে ঘেরা ।
কেমন করে সে চাঁদ দেখবি গো তোরা ॥
লক্ষ লক্ষ চাঁদে করিছে শোভা ।
তার মাঝে অধর চাঁদের আভা ॥
রুপের গাছে চাঁদফল ধরেছে তাই ।
থেকে থেকে ঝলক দেখা যায় ॥
সে চাঁদের বাজার দেখে
চাঁদ ঘুরানি লেগে দেখিস যেন হোসনে জ্ঞানহারা ॥
একাবর দৃষ্টি করে দেখি
ঠিক থাকেনা আঁখি রুপের কিরণে চমক পারা ॥
আলক নামে শহর আজব কুদরতি
রাতে উদয় ভানু দিবসে বাতি ॥
যেজন আলের খবর জানে দৃষ্ট হয় নয়নে
লালন বলে সে চাঁদ দেখেছে তারা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৭৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৩৬