গীতিকার: লালন ফকির
শিরোনাম: চাঁদ বলে চাঁদ কাঁদে কেনে
চাঁদ বলে চাঁদ কাঁদে কেনে ।
আমার গৌরচাঁদ ত্রিভুবনের চাঁদ চাঁদে চাঁদ ঘেরা ঐ আবরণে ॥
গৌরচাঁদ শ্যামচাঁদেরই আভা কোটি চন্দ্র জিনি শোভা ।
রুপে মুনির মন করে আকর্ষণ ক্ষুধা শান্ত সুধা বরিষণে ॥
গোলকের চাঁদ গোকুলেরই চাঁদ নদীয়ায় গৌরাঙ্গ সেহি পূর্ণচাঁদ ।
আর কী আছে চাঁদ সে আর কেমন চাঁদ আমার ঐ ভাবনা মনে মনে ॥
লয়েছি এই গলে গৌরচাঁদের ফাঁদ আবার শুনি আছে পরম চাঁদ ।
থাক সে চাঁদের গুণ কেঁদে কয় লালন আমার নাই উপায় চাঁদ গৌর বিনে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২১৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা