গীতিকার: লালন ফকির
শিরোনাম: চাঁদে চাঁদে চন্দ্রগ্রহণ হয়
চাঁদে চাঁদে চন্দ্রগ্রহণ হয় ।
সে চাঁদের উদ্দেশ পায়না রসিক মহাশয় ॥
চাঁদের রাহু চাঁদেরই গ্রহণ সে বড়ো করণকারণ ।
বেদ পড়ে তার ভেদ অন্বেষণ পাবে কোথায় ॥
রবি শশী বিমুখ থাকে মাসান্তে সুদৃষ্টি দেখে ।
মহাযোগ সেই গ্রহণযোগে আমার বলতে লাগে ভয় ॥
কখনো রাহুরুপে ধরে কোন চাঁদে কোন চন্দ্র ঘেরে ।
ফকীর লালন কয় সেই স্বরুপ দ্বারে দেখলে দেখা যায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৭৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৩৯