গীতিকার: লালন ফকির
শিরোনাম: চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কী
চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কী ।
ঝিয়ের গর্ভে মায়ের জন্ম তাকে তোমরা বলবে কী ॥
ছয়মাসের এক কন্যা ছিলো নয় মাসে তার গর্ভ হলো ।
এগারো মাসে তিনটি সন্তান কোনটা হবে ফকীরি ॥
ঘর আছে তার দুয়ার নাই মানুষ আছে তার কথা নাই ।
কেবা তার আহার জোগায় কে দেয় সন্ধ্যাবাতি ॥
লালন ফকীর ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে ।
এ তিন কথার অর্থ না জানলে তার হবেনা ফকীরি ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৪৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা