গীতিকার: লালন ফকির
শিরোনাম: চারটি চন্দ্র ভাবের ভুবনে
চারটি চন্দ্র ভাবের ভুবনে ।
তার দুটি চন্দ্র প্রকাশ্য হয় তাই জানে অনেক জনে ॥
যে জানে সে চাঁদের ভেদকথা বলবো কী তার ভক্তির ক্ষমতা ।
চাঁদ ধরে পায় অন্বেষণ সে চাঁদ না পায় গুণে ॥
এক চন্দ্রে চার চন্দ্র মিশে রয় ক্ষণে ক্ষণে বিভিন্ন রুপ হয় ।
মণিকোঠার খবর জানলে সকল খবর সেই জানে ॥
ধরতে চায় মূলচন্দ্র কোনজন গরলচন্দ্রের করো নিরুপণ ।
সিরাজ সাঁই কয় দেখরে লালন বিষামৃত মিলনে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৭৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৪২