গীতিকার: লালন ফকির
শিরোনাম: চাষার কর্ম হালে রে ভাই লাঙ্গল বইতে মানা
চাষার কর্ম হালে রে ভাই লাঙ্গল বইতে মানা ।
জমির চাষ না দিলে ঘাস মরেনা ফলে কাশবেনা ॥
অনুরাগের চাষা হয়ে প্রেমের করো চাষ তাইতে শুকাইবে ঘাস ।
জমিতে নীর পড়িবে কৃষি হবে ফলে যাবে সোনা ॥
সাগু কাঠের লাঙ্গল বান্ধ ক্ষ্যান্ত কাঠের ইশ ।
তাতে থাকবেনা কোনো বিষ লালন বলে ওরে চাষা চাষের কাম ছেড়োনা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৮৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা